মিষ্টির দোকান ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু ২ জনের!

নিজস্ব প্রতিবেদন : বড়দিনের আনন্দে যখন মেতে উঠেছে গোটা বাংলা, ঠিক সেই সময়ই মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। মিষ্টির দোকান ঘরে দমবন্ধ হয়ে মৃত্যু হল ২ জনের। দুর্গাপুরের বি জোনের উইলিয়াম কেরি রোডে ঘটেছে ঘটনাটি। মৃত ২ জনের নাম অতনু রুইদাস ও বিধান বাউরি। অসুস্থ হয়ে আরও ৬ জনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রত্যেকেরই বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।রাতে এই আট কারিগর প্রতিদিনের মতো মিষ্টির দোকানের পিছনের একটি ঘরে ঘুমোতে যান। ভোর রাতে অতনু রুইদাস নামে মিষ্টির এক কারিগর ফোন করে দোকান ঘরের মালিক মিলন মণ্ডলকে ফোন করে সব ঘটনা জানান। মিলনবাবু মিষ্টির দোকানটি অন্য একজনকে ভাড়ায় দিয়েছিলেন। খবর পেয়ে মিলনবাবু দোকান ঘরে পৌঁছে দেখেন আটজনই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁদেরকে নিকটবর্তী একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতনু রুইদাস যিনি প্রথম এই খবর দোকান ঘরের মালিক মিলন মণ্ডলকে জানিয়েছিলেন, প্রথমে তাঁরই মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হয়।দোকান ঘরের মালিক মিলন মণ্ডল বলেন, 'আমরা অনেকক্ষণ দরজা বাইরে থেকে ডাকাডাকি করি। কেই সাড়া দিচ্ছিল না। ১৫-২০ মিনিট পর আমরা দরজা ভেঙে ফেলি। দেখি অচৈতন্য অবস্থায় ভিতরে সব শুয়ে রয়েছে। যে ফোন করেছিল, সে দরজার সামনেই পড়েছিল। তারপর অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে ভর্তি করি।' হাসপাতালের চিকিৎসক রিয়া মুখোপাধ্যায় বলেন, 'পৌনে ৬টা নাগাদ ফোন আসে। ৮ জন মতো রোগী আসেন। তাঁদের শ্বাসকষ্ট ছিল। ২ জনের মৃত্যু হয়। বাকি ৬ এখন স্থিতিশীল, চিকিৎসা চলছে।'বড়দিনের উৎসবের আবহে এই ঘটনায় শোকের ছায়া গোটা দুর্গাপুরজুড়ে।