অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিতালি এক্সপ্রেস!
নিজস্ব সংবাদদাতা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। এমন পরিস্থিতিতে মিতালি এক্সপ্রেস বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। রবিবার নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। এই প্রসঙ্গে শনিবার জলপাইগুড়িতে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার জানান, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যাত্রীদের টিকিটের মাশুল ফেরত দেওয়া হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, ‘রবিবার ট্রেন বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ ইতিমধ্যে বন্ধন এবং মৈত্রী এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে পূর্ব রেল।সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে । আন্দোলনের পুরোভাগে রয়েছেন সে দেশের ছাত্র-ছাত্রীরা। গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন অন্যমাত্রা নেয় গত সোমবার থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্রবিক্ষোভ। পুলিশের গুলিতে ছ’জন পড়ুয়ার মৃত্যুও হয়। এরপরই বাংলাদেশের নানা প্রান্তে আগুন জ্বলে ওঠে। আন্দোলনে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ।