মেদিনীপুরে অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো-এ চূড়ান্ত বিশৃঙ্খলা!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মিঠুন চক্রবর্তীর রোড শো-এ ব্যাপক উত্তেজনা মেদিনীপুরে।এদিন মেদিনীপুর শহরের কেরাণীতলে শেখপুরা সংলগ্ন এলাকায় রোড শো পেরোনোর সময় বিজেপি কর্মী সমর্থকদের দেখে শ্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। পুলিশের সামনেই বোতল ছোড়াছুড়ি ঘটনাটি ঘটে বলে অভিযোগ তুলেছে।সংঘর্ষ সৃষ্টির আশঙ্কায় মানুষদের দিগ্বিদিক বোতল ছোড়াছুড়ি করতে দেখা যায়। বিশৃঙ্খলা সামাল দিতে ছুটে আসতে হয় পুলিশ। মঙ্গলবার সকালে মেদিনীপুরে কেরাণীতলে শেখপুরা সামনে ঘটনাটি কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় লোকজন বলেন, তৃণমূল কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। বিজেপি কর্মী সমর্থকরা প্রথমে জলের বোতল ছোঁড়ে এবং তারপর লাঠি নিয়ে তেড়ে যায়। দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রসঙ্গত,মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় হেলিপ্যাডে হেলিকপ্টার করে তিনি এসে পৌঁছান অভিনেতা। তাঁকে স্বাগত জানান বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, "অগ্নিমিত্রা আমার বোন। অনেকেই হয়তো জানেন না এমএলএ ফাটাকেষ্ট থেকে শুরু করে আমার সব ছবিতে অগ্নিমিত্রা পাল সাজাত। এরপরই শুরু হয় বিশাল মিছিল। আর তারপরই এই অনভিপ্রেত ঘটনা।