মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হলো মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ (MKDA) বৈঠক!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্যে ওয়াকফ আইন চালু হবে না, সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম, নগর উন্নয়ন ও পৌর দপ্তরের প্রধান সচিব মোহাম্মদ গোলাম আনসারী ।সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সে প্রসঙ্গে সহমত মন্ত্রী।বুধবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুরে এম কে ডি এ রিভিউ বৈঠক করলেন রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে মেদিনীপুর ও খড়গপুর এর উন্নয়নের বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এছাড়া ও যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি যাতে দ্রুত কাটিয়ে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে কাজগুলি দ্রুত সম্পন্ন করা যায় সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা করা হয়।পরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ফিরহাদ হাকিম।চাকরিহারা শিক্ষকদের প্রশ্নে তিনি চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন তাদের যাতে চাকরি থাকে সেটা দেখার দায় আমাদের। মুখ‍্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিত ভাবে কিছু ভেবে চিন্তে দিয়েছেন।কিন্তু ভরসা রাখতে হবে মুখ‍্যমন্ত্রীর উপর।

তিনি আরো বলেন, "বিরোধীরা, সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও তুলে ধরছে। তাতে পা না দিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই মতো স্কুলে যান এবং কাজে যোগদান করুন। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন সব ঠিক হয়ে যাবে। কোথায় কী হচ্ছে সে সব কান দেওয়ার দরকার নেই।"এছাড়াও ওয়াকফ বিল পাস নিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন মন্ত্রী।বিক্ষোভ দেখাতে গিয়ে বুধবার কসবা ডি আই(D. I) অফিসে নিগৃহিত হতে হয় চাকরি হারাদের। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী অবশ্য বলেন, "এই বিষয়ে আমার কিছু জানা নেই।