মঙ্গলবারই কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) ফাইনাল ট্রায়াল রান হয়ে গেল!

নিজস্ব প্রতিবেদন : নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই করিডর তৈরি হচ্ছে। যার মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে বলে খবর। রেল বিকাশ নিগম লিমিটেড এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, চেষ্টা করা হচ্ছে মার্চ মাসের মধ্যে চিংড়িহাটা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়ার। তবে তার আগে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া হবে বলে আপাতত স্থির হয়েছে। সেই কারণে আজ চূড়ান্ত ট্রায়াল রান হয়ে গেল বলে খবর।কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়) পর্যন্ত মেট্রোর দূরত্ব ৫.৪ কিলোমিটার। মোট পাঁচটি স্টেশন থাকছে এই যাত্রায়। তালিকায় রয়েছে কবি সুভাষ স্টেশন (নিউ গড়িয়া এলাকার জন্য), সত্যজিৎ রায় স্টেশন (বাঘাযতীন এলাকার জন্য), জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন (মুকুন্দপুর এলাকার জন্য), কবি সুকান্ত স্টেশন (কালিকাপুর এলাকার জন্য), হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়)। এই রুটে ভাড়া কেমন হতে পারে ইতিমধ্যে সে বিষয়েও জানানো হয়েছে।