এশিয়া কাপের বাইরে মহম্মদ শামি, বিস্ফোরক প্রতিক্রিয়া পেসারের — “অনেকে চায় আমি অবসর নিই”
নিজস্ব সংবাদাতা: ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি এশিয়া কাপ ২০২৫-এর দলে সুযোগ না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন। জাতীয় দলে নিয়মিত জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ শামি স্পষ্ট জানালেন, “অনেকে চান আমি অবসর নিয়ে নিই। অনেকের সমস্যা আছে আমাকে নিয়ে।” শেষবার জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকেই তাঁকে একপ্রকার উপেক্ষাই করা হয়েছে বলে দাবি করছেন এই তারকা পেসার। দীর্ঘদিন মাঠে দুর্দান্ত পারফর্ম করেও নির্বাচকদের নজর কাড়তে না পারায় হতাশা স্পষ্ট তাঁর কণ্ঠে। শামির মন্তব্যে স্পষ্ট, নির্বাচকদের কিছু সিদ্ধান্ত নিয়ে তিনি সন্তুষ্ট নন। সাক্ষাৎকারে শামি জানান, “আমার একমাত্র স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৩-এ খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ট্রফিটা আমাদের কপালে ছিল না। আমাকে নিয়ে কারোওর যদি সমস্যা থাকে সেটা আমাকে বলুক। মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?” নির্বাচকদের নিয়ে শামি বলেন, “যেদিন খেলতে ভালো লাগবে না, আমি সরে যাব। আপনারা আমাকে দলে নিচ্ছেন না, তবুও আমি কঠোর পরিশ্রম করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে না নিলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাব। কোথাও না কোথাও খেলবই। গত দু’মাস ধরে ট্রেনিং করেছি। ওজন কমিয়েছি। অনেক বেশি পরিশ্রম করেছি। ছন্দ ফিরে পাওয়া আর লম্বা স্পেলে বল করাটাই আমার লক্ষ্য।” যদিও বিসিসিআই কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শামির এমন বিস্ফোরক মন্তব্যে ক্রিকেটমহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও প্রশ্ন তুলেছেন – কেন এক অভিজ্ঞ এবং কার্যকর পেসারকে দলে রাখা হলো না?