পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ২১শে এপ্রিল সোমবার দুপুরে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কি বলেন?

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ২১শে এপ্রিল সোমবার দুপুরে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসায় পঞ্চমুখ হলেন।সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন আমি জিন্দাল পরিবারকে অনেক দিন ধরেই চিনি। তাদের বেঙ্গালুরুর বিজয়নগর প্ল্যান্ট এরিয়ায় আমি গিয়েছি। সেই এলাকা বর্তমানে সম্পূর্ণ বদলে গিয়েছে। জিন্দাল গোষ্ঠী শুধু কারখানার কথা ভাবে না। সেখানকার বাসিন্দা, কারখানার কর্মীদের জন্য পরিবেশের কথাও ভাবে।  এই কারখানার ফলে আগামী পাঁচ বছরের মধ্যে গোটা পশ্চিম মেদিনীপুর জেলার চিত্রটাই বদলে যাবে।