বালি পাচার মামলায় পশ্চিম মেদিনীপুর সহ চার জেলার ইডির হানা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বালি পাচার মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা ইডির। আজ ভোর হতে না হতেই সোমবার সকাল থেকে হানা দেন ইডির তদন্তকারী অফিসাররা। কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তিন জেলায় ২২ টি জায়গায় সোমবার ভোর থেকে হানা দিয়েছে ।মেদিনীপুর শহরের যমুনাবালি এলাকায় সোমবার ভোর থেকেই নামল চাঞ্চল্য। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একটি বিশেষ দল সকাল সাতটা নাগাদ হানা দেয় স্থানীয় পরিচিত বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে।

হঠাৎ করে ইডি-র আধিকারিকদের উপস্থিতি ঘিরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।সূত্রের খবর অনুযায়ী, সৌরভ রায় ঝাড়গ্রামের লালগড় অঞ্চলে বালি খাদানের সঙ্গে সরাসরি যুক্ত। ঠিক কোন কারণে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

তবে অনুমান করা হচ্ছে, বালি খাদানকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস খতিয়ে দেখতেই এই পদক্ষেপ ইডি-র। এদিন সকাল থেকেই ইডি-র আধিকারিকরা সৌরভ রায়ের বসতবাড়ি ঘিরে ফেলেন। তারপরই শুরু হয় একাধিক নথিপত্র, নথিভুক্ত সম্পত্তির কাগজ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার কাজ। সকাল থেকেই চলছে এই তল্লাশি। ইডি-র হানার খবরে যমুনাবালি এলাকায় ভিড় জমতে শুরু করে কৌতূহলী মানুষের। আচমকা এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। যদিও ঠিক কী কী নথি বা তথ্য হাতে এসেছে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।