চাকরিহারাদের ভবিষ্যৎ কী?

নিজস্ব সংবাদদাতা : নিরপরাধ মানুষগুলো আজ অন্যের অপরাধের শাস্তি ভোগ করছে ।দোষ করলো কে আর রাস্তায় কারা। এসএসসির (SSC) ২৬ হাজার চাকরি বাতিলের মামলাটি সোমবার উঠছে সুপ্রিম কোর্টে । এদিন মামলাটি শুনবে শীর্ষ আদালত। গত সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়। কিন্তু, চাকরি বাতিল নিয়ে কোনও নির্দেশ দেয়নি। গত শুনানিতে প্রশ্ন উঠেছিল সুপার নিউমেরারি পদ তৈরি নিয়েও। হাই কোর্ট এই নিয়ে সিবিআইকে তদন্ত করতে বলেছে। মামলা একসঙ্গে শুনতে সম্মত হয়েছেন প্রধান বিচারপতি। যোগ্য চাকরি হারাদের একাংশ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক নতুন পিটিশন ফাইল হয়েছে।পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। এসএসসি সংক্রান্ত মামলা শুনানি হবে মঙ্গলবার। এদিন সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলা ছিল। প্রধান বিচারপতির বেঞ্চ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই মামলা শুনবে।