ঘাটালে আক্রান্ত সন্ন্যাসী হিরণ্ময় মহারাজ!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ঘাটালের ১ নং ব্লকের রঘুনাথপুর গ্রামে। হিরণ্ময় গোস্বামী মহারাজের উপর হামলা করে তাঁর জটা-দাড়ি সব কেটে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার সন্ধ্যার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। শেষমেশ মহারাজকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। তমলুক আশ্রমের সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজকে ঘাটালের রঘুনাথপুরে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানকার সম্ভ্রান্ত পরিবারের মালিক শক্তিপদ মান্না। তাঁর বাড়িতে কয়েকদিন ধরে নাম সংকীর্তন, ব্রাহ্মণ ভোজন চলছিল। হিরণ্ময় মহারাজকে ভগবদ্গীতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সোমবার বিকালে সেই পাঠ শেষের পর সন্ধ্যা নাগাদ এক শিষ্যকে নিয়ে গ্রাম ঘুরতে বেড়িয়েছিলেন মহারাজ। এমন সময়ই ঘটে বিপত্তি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ওই সন্ন্যাসীর ওপর হামলার বিষয়টি সামনে এনেছেন।