জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা,গোটা গুয়াহাটি স্তব্ধতা!
নিজস্ব সংবাদদাতা : শেষবারের মত আসামে ফিরলেন শিল্পী জুবিন গার্গ। শোকে স্তব্ধ পুরো শহরের মানুষ যেন নেমে এল পথে। শিল্পীর কফিন নিয়ে ফুলে সাজানো অ্যাম্বুলেন্সটি সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছায় কাহিলিপাড়ার বাড়িতে। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামলেন রবিবার। বহু মানুষের চোখের জল বাঁধ মানছে না।
প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দরে হাজার হাজার ভক্তের ঢল নামে। জুবিনের স্ত্রী গরিম সৈকিয়া গর্গ এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে যান। ফুল দিয়ে সাজানো একটি অ্যাম্বুলেন্সে তার দেহ ভিআইপি এক্সিট দিয়ে বের করে আনা হয়। বিমানবন্দরের বাইরে জুবিনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার ভক্ত জড়ো হন। তারা জুবিনের গান গেয়ে ও 'জয় জুবিন দা' স্লোগান দিতে দিতে অ্যাম্বুলেন্সের সঙ্গে হাঁটতে থাকেন। অনেককে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, কেন এত তাড়াতাড়ি চলে গেলে জুবিন দা?'
অনেকের হাতে ছিল জুবিনের প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অসমীয়া 'গামোসা', যেখানে 'জে জি (জুবিন গর্গ) ফরএভার' লেখা ছিল।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে এসেছেন। তিন দশক ধরে ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় ৩৮,০০০ গান গেয়ে তিনি মানুষকে মুগ্ধ করেছেন। তার নশ্বর দেহ এখন অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সের বাইরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। রাত থেকেই সেখানে মানুষের ভিড় শুরু হয়েছে।
জুবিনের দেহ প্রথমে তার কাহিলিপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অসুস্থ ৮৫ বছর বয়সী বাবা এবং অন্যান্য পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের শ্রদ্ধা জানানোর জন্য অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে তার দেহ রাখা হয়।