দেশের হয়ে ফুটবল খেলবেন জঙ্গল মহলের তরুণী মৌসুমী!
নিজস্ব সংবাদদাতা : দেশের হয়ে ফুটবল খেলবেন পশ্চিম মেদিনীপুরের শালবনির তরুণী মৌসুমী মুর্মু। ভারতের মহিলা ব্রিগেড আগামী ৯ এবং ১২ জুলাই মায়ানমারের বিরুদ্ধে মাঠে নামবে। মিডফিল্ডার হিসেবে মৌসুমীর নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য ,শালবনীতে নারায়ণ সিং এর হাত ধরেই মৌসুমীর কলকাতায় আগমন। প্রথমে খেলোয়াড় হিসেবে ইস্টবেঙ্গল মহিলা দলে ও পরে শ্রীভূমি এফসির হয়ে খেলেন। দাদা সুব্রত মুর্মুও বাংলার এক পরিচিত ফুটবল খেলোয়াড়। খেলেন ইস্টবেঙ্গলে। মৌসুমীর বক্তব্য 'আরো বড় হতে চাই, ভালো ফুটবল খেলতে চাই, প্রশিক্ষকেরা নানাভাবে সাহায্য করেন। না হলে হয়তো মাঠে নামতে পারতাম না'। মূলতই, খবর প্রকাশ হওয়ার পর জেলার ক্রীড়া মহলে নেমেছে খুশির জোয়ার। মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন শালবনির পরিচিত ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ।