মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া!
সেখ ওয়ারেশ আলী : বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কর্নেলগোলার বড় চকে একটি সুসজ্জিত ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ইসিজি, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ প্রয়োজনীয় সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে আগত রোগীদের প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান,সৌরভ বসু সহ অন্যান্য পৌর আধিকারিকরা। শিবিরে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করা হয়।