পবিত্র মাস মহরম, হিজরি নববর্ষের সূচনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ পবিত্র মহরম শরীফ রবিবার ইসলামী ক্যালেন্ডার ১০ই মহরম সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। হযরত ইমাম হোসেন এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তে এজিদ বাহিনীর হাতে শহীদ হন, এই ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সম্প্রদায়িক মানুষরা যথাযথ মর্যাদায় সাথে পালন করে এই দিন টিকে। ১০ই মহরম রবিবার সকাল থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন মহল্লা থেকে, আলাম পাক ,কাফেলা ও আখাড়া বের হয় ও শহরের রিং রোড পরিক্রমা করে।

এই পরিক্রমার দেখার জন্য রাস্তা দু পাশে মানুষ চোখে পড়ার মতো ভিড় ছিল। বিভিন্ন মহল্লার থেকে আখড়া কাফেলা শোভাযাত্রা এসে পৌঁছায় মেদিনীপুর শহরে গোলকুঁয়ার চকে সেখানে লাঠি খেলার প্রদর্শনী হয়। এক আখড়া প্রদর্শনীর মধ্যে নজর কেড়ে নিল বড় আস্তানা মহরম কমিটি। তারই সাথে কলেজ মাঠে বসেছে মেলা, অপ্রীকৃত ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ। ১০ই মহরমের এই দিনে বাড়িতে ৮ থেকে ৮০ মুসলিম সম্প্রদায়ক মানুষরা রোজা রাখে ,কোরআন পাঠ করেন ও এতিম, মিসকিন দের কে খাওয়ানো হয়। আর এই দিনটিকে শোক দিবস হিসাবে পালন করা হয়।