মুম্বইয়ে ৩০-৪০টি গাড়িতে ধাক্কা মেরে যাত্রিবাহী বাস উঠে পড়ে ফুটপাথে,মৃত ৭,আহতের সংখ্যা অনেক!
নিজস্ব সংবাদাতা : সোমবার রাত এক অভিশপ্ত রাত হিসেবে হয়ে রয়ে গেলো মুম্বইবাসীর কাছে। মহারাষ্ট্র সরকারের অধীনস্থ সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং যাত্রিবাহী একটি বাস রাত পৌনে ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি গাড়িতে ধাক্কা মেরে উঠে পড়ে ফুটপাথে। যাতে মৃত্যু হয় ৭ জন পথচারীর। আহতের সংখ্যা ৪৯ জন। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে। অভিযুক্ত বাসচালক সঞ্জয় মোরেকে পুলিশ গ্রেফতার করে ও তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। এমনকি মত্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন নাকি সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশে যাওয়ার যাত্রিবাহী বাসটির হঠাৎই গাড়ির গতিবেগ বাড়তে থাকে। যাত্রীরা চিৎকার করতে থাকেন যাতে গতি কমানো হয়। এরপরই ঘটে অকল্পনীয় দুর্ঘটনাটি। ইতিমধ্যেই মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। মহারাষ্ট্রের অন্যতম ডেপুটি পুলিশ কমিশনার গণেশ গাওড়ে জানান,“কুরলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিছু গাড়িতে ধাক্কা মেরেছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত চলছে।”