মুম্বইয়ের অন্যতম সেরা লালবাগের গণেশ পুজোর!

নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীর উৎসবে আমাদের প্রায় গোটা দেশ গা ভাসায়। ভারতবর্ষের কোথাও গণেশ পুজোর উন্মাদনা মুম্বইয়ের ধারে কাছে নয়। বলিউডের আইকন নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রীর দলও তুমুল মেতে ওঠে মুম্বইয়ের গণেশ-বন্দনায়। আর উৎসবের বহর বছরের পর সাধারণত বেড়েই চলে। কমে না। ৬ সেপ্টেম্বর দুপুর ৩ টে ৩১ মিনিট থেকে গণেশ চতুর্থীর তিথি পড়ছে। এই তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৩৭ মিনিটে। এই তিথিতে একাধিক শুভ যোগ পড়ছে। এবার গণেশ চতুর্থী হলেও, তার চার দিন আগেই দেশের খোদ বাণিজ্য নগরে এক বারোয়ারি গণেশ পুজোর উদ্বোধন ঘটে গিয়েছে! শোনা যাচ্ছে, ওটাই এ বছর মুম্বইয়ের প্রথম গণপতি বাপ্পা-র পুজো প্যান্ডেলের উন্মোচন। ভক্তদের কাছে গণেশ ঠাকুর দর্শনের প্রথম সুযোগ এবারে।মুম্বইয়ের লালবাগচা রাজা অঞ্চলে এই গণেশ মণ্ডল বা মন্ডপটি ওই শহরের অন্যতম প্রাচীন তথা জনপ্রিয় বারোয়ারি গণেশ পুজো।