টানা বৃষ্টির জেরে বানভাসি মুম্বই!
নিজস্ব সংবাদদাতা : মুম্বইয়ে টানা ভারী বর্ষণের কারণে শহর ও শহর সংলগ্ন আশেপাশের এলাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।মুম্বই মেট্রোপলিটন রিজিওনাল ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, ছোটখাটো বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণেই মনোরেলটি মাঝপথে থেমে যায়। এদিকে এই চরম আতঙ্কের মধ্যে হস্তক্ষেপ করে ব্রিহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। তারা জানায়, জরুরি অবস্থায় যাত্রীরা ১৯১৬ নম্বরে ফোন করে সাহায্য চান। তার পরপরই তিনটি উদ্ধারকারী গাড়ি নিয়ে দমকল কর্মীরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।জলমগ্ন হয়ে রয়েছে বহু এলাকা।
এসবের থেকে রেহাই পেল না বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘প্রতীক্ষা’ । জুহুতে অবস্থিত বাংলোটিতে ঢুকে পড়েছে বৃষ্টির জল। এক হাঁটু সমান জল ওই বাংলোর সামনের রাস্তাতেও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারও মুম্বই-সহ উত্তর কোঙ্কণের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, মুম্বইয়ের পাশাপাশি রাজ্যের দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের যে সব এলাকায় ভারী বৃষ্টি চলছে, সেখানে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদের মোতায়েন করে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব রকম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ফডণবীস বলেন, ‘‘জলাধারগুলি থেকে জল ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে, সে জন্য প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগও করেছে রাজ্য সরকার। মুম্বই এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে সামগ্রিক বৃষ্টিপাতের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু এলাকায় এখনও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই ক’দিনের বৃষ্টিতে মহারাষ্ট্র জুড়ে ১৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।খারাপ আবহাওয়ার জেরে বিমানবন্দরের উড়ানেও প্রভাব পড়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেনগুলিও গড়ে ১৫-২০ মিনিট ধরে দেরিতে চলছে বলে জানা গিয়েছে।