নিজ এলাকার সেনা জাওয়ানদের পরিবারের সদস্যদের বাড়িতে পৌর প্রধান!

পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা : নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার জেলাশাসকদের সেনা জাওয়ানদের পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয় রক্ষা করার। সেই নির্দেশ মতো মেদিনীপুর পৌরসভা ও জেলা প্রশাসনের তরফে মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে বসবাসকারী কত জন সেনা জওয়ান বর্তমানে কাশ্মীর,পাঞ্জাব বা যুদ্ধক্ষেত্রে রয়েছে তার তথ্য সংগ্রহ শুরু করেছে। মেদিনীপুর পৌরসভায় বসবাসকারী যে সমস্ত সেনা জওয়ানদের তথ্য পাওয়া গিয়েছে তাঁদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। সেইমতো মেদিনীপুর পৌরসভার পালবাড়ি এলাকায় থাকা এক সেনা জওয়ানের বাড়িতে ও জগন্নাথ মন্দির এলাকাতে এক সেনা জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলেন পৌর প্রধান সৌমেন খান। দেশের জন্য মহৎ কাজে যুক্ত থাকা জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর পাশাপাশি, তাদের পরিবারে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।