ভিন রাজ্যের খাটাল থেকে নৈহাটির তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ গ্রেফতার!
৭০০ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে বাংলার পুলিশের সাফল্য...
উত্তর-২৪-পরগনা, নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরের নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে সিসিটিভি ফুটেজ দেখে অবশেষে মূল অভিযুক্ত রাজেশ সাউকে গ্রেফতার করেছে বাংলার পুলিশ। স্থানীয়দের কাছে যিনি আবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের একজন অনুগামী বলে পরিচিত। পুলিশ সূত্রে জানা যায় ,গত ৩১ জানুয়ারি খুনের পর অভিযুক্ত রাজেশ সাউ ও তাঁর সহযোগীরা উত্তরপ্রদেশের বালিয়া জেলার ফেফনা থানা এলাকায় গা ঢাকা দিয়েছিল। স্পেশ্যাল টিম তৈরি করে তদন্ত শুরু করে পুলিশ। খবর পাওয়া মাত্রই ব্যারাকপুর পুলিশের সিটের দুই অফিসার উত্তরপ্রদেশের ফেফনা থানার লোকাল পুলিশকে নিয়ে ওই এলাকায় হানা দেয়। ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে গ্রামেরই একটি খাটালে ঘুমন্ত অবস্থায় তাঁকে ও তাঁর সহযোগীদের পাকড়াও করে পুলিশ। সোমবার তোলা হয় বালিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালত ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। ন'দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের বিশেষ দল ৷