পেনশনের টাকা না পেয়ে মাকে খুন, ছেলেকে আদালতের যাবজ্জীবন কারাদণ্ড...

নিজস্ব সংবাদদাতা: মায়ের পেনশনের টাকা না পেয়ে রাগের বশে তাকে খুন করেছিল নিজেরই ছেলে। ঘটনার প্রায় দুই বছর পর জলপাইগুড়ি আদালত শুনিয়ে দিল চূড়ান্ত রায়—দোষী ছেলেকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড তারই সাথে করা হয়েছে কুড়ি হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছিল গত ২০২৩ সালের মে মাসে, শ্রমিক আবাসনে খুন হন অবসরপ্রাপ্ত চা শ্রমিক শিদনি পান্না। পুলিশি তদন্তে জানা যায়, বৃদ্ধার দুই ছেলের মধ্যে ছোটর সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। ছোট ছেলে না থাকার সুযোগে বড় ছেলে বিজয় পান্না, মা শিদনি পান্নাকে নৃশংসভাবে খুন করে। এরপরেই ছোট ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বড় ছেলে বিজয় পান্নাকে গ্রেফতার করে পুলিশ। আদালতের সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ জানান , "১০ জনের সাক্ষ্য এবং একাধিক প্রমাণের ভিত্তিতে এদিন বিচারক অভিযুক্ত বিজয় পান্নাকে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেছেন।" এই ঘটনা আবারও সমাজকে স্মরণ করিয়ে দিল—পারিবারিক সম্পর্কের অবক্ষয় কতটা ভয়াবহ হতে পারে।