মুর্শিদাবাদের বেলডাঙা গোষ্ঠী সংঘর্ষ,বন্ধ ইন্টারনেট পরিষেবা!
শনিবার হঠাৎই মুর্শিদাবাদের বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ওঠে। রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রবিবার দুপুর থেকে বেলডাঙায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বেলডাঙা ও সংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বেলডাঙা শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জেলা পুলিশের একাধিক থানার আইসি ও ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। সাড়ে ৩০০-এর বেশি পুজো হয় বেলডাঙায়। একটি পুজো মণ্ডপের সামনে থেকেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, খবর ছড়াতে বেলডাঙার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে। এখনও অবধি বেশ কয়েকজনের জখম হওয়ারও খবর সামনে আসছে। এদিকে এই ঘটনার জেরে ভাগীরথী এক্সপ্রেস ১৩১০৩ প্রায় ৬ ঘণ্টা আটকে থাকে বেলডাঙা স্টেশনে।