স্ত্রীকে হুমকি,পুকুরে ছুড়ে দেন ৭ মাসের কন্যাকে,বাবার যাবজ্জীবন কারাদণ্ড!
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের রানিতলা থানার দাসপাড়া এলাকার বাসিন্দা মহিমা বিবির অভিযোগ স্বামী আলমামুন হক গর্ভাবস্থায় হুমকি দিয়েছিলেন কন্যাসন্তান হলে তাকে খুন করে ফেলবেন। ঠিক সেই মতো, ২০১৯ সালের ২৫ নভেম্বর সাত মাসের কন্যাসন্তান কে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন পুকুরে। ঘটনাটি ঘটে মহিমার চোখের সামনে। তাঁর জোরালো আওয়াজে শুনে ছুটে আসে প্রতিবেশীরা। পুকুর থেকে উদ্ধার করে ছোট্ট শিশু কন্যাটিকে। নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু দেরি হয়ে যায়। উপস্থিত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মহিমা। ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই রানিতলা থানার পুলিশ গ্রেফতার করে আলমামুনকে। শনিবার উপযুক্ত সাক্ষ্যগ্রহণের পর লালবাগের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারপতি ঋষি কুশারি ,আলমামুন হককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করার আদেশ দিয়েছেন। আদালতের নির্দেশ জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হবে।