নবীনাবাগ দিগন্ত ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির!
নিজস্ব সংবাদদাতা : রক্তের গ্রীষ্মকালীন সংকট কিছুটা হলেও মেটাতে এবং শ্রমজীবী জনতাকে শ্রদ্ধা জানাতে ১লা মে বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন করলো মেদিনীপুর শহরের নবীনাবাগ দিগন্ত ক্লাব।ক্লাবের উদ্যোগে প্রয়াত স্বপন পতি স্মরণে নবীনাবাগ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে ১৮ জন মহিলা সহ মোট ৫৩ জন রক্তদাতা রক্তদান করেন। মহিলা ও নতুন রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার দুই কাউন্সিলর সৌরভ বসু ও সৃজিতা দে বক্সি,সমাজকর্মী অনয় মাইতি, সুদীপ কুমার খাঁড়া, পাপিয়া চৌধুরী সরকার প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী চয়ন আচার , সেক আসেকুল রহমান , ধৃতিরঞ্জন রায় প্রবীর কুমার লায়েক, মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখ। রক্তসংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষে সুরজিৎ সরকার,সমীর বিশ্বাস সহ ক্লাবের সকল সদস্যরা সুষ্ঠু ভাবে শিবিরটি পরিচালনা করেন।