নছিপুর আদিবাসী হাইস্কুলের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বুধবার কেশিয়াড়ী ব্লকের নছিপুর আদিবাসী হাইস্কুলের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো বর্ণময় নানা কর্মসূচির মধ্য দিয়ে।এই উপলক্ষ্যে এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয়ের পতাকা উত্তোলন, শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠান শুরু হয় দুপুরে। মূল অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সম্পাদক কালিপদ পতির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রবেশদ্বারে জ্ঞানালোক বর্তিকা ও বিজয়িনী নামে দুটি স্থাপত্যের আবরণ উন্মোচন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সংস্কৃতির মঞ্চে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পইড়া‌।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মধুমঙ্গল পাল,শিলদা কলেজের অধ্যক্ষ ড.সুশান্ত দোলাই,কাঁথি কলেজের অধ্যক্ষ ড.প্রদীপ্ত পঞ্চধ্যায়ী, মেদিনীপুর কলেজের অধ্যাপক ড.শক্তিপ্রসাদ দে,সাঁতরাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস, জয়কৃষ্ণপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপম নন্দ,মালযমুনা হাইস্কুলের প্রধান শিক্ষক ড.সৌমেন বাগ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন পাল,লাউদহ হাইস্কুলের প্রধান শিক্ষক সৌমেন পাত্র,নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সত্যজিৎ পন্ডা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিক-শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অতিথিবৃন্দ বিদ্যাদয়ের পরিবেশ ও উন্নমূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে শ্রুতিনাটক পরিবেশন করেন বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল ও মালবিকা পাল। আবৃত্তি পরিবেশন করেন দীপান্বিতা ব্যানার্জী। আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত আদিবাসী নৃত্য গুলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক তুহিনশুভ্র ত্রিপাঠী। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পইড়া।