কলকাতা প্রেসক্লাবে দশম বছর পূর্তি উপলক্ষে নৈহাটি ব্রাত্যজন নাট্য সংস্থার সংবাদ সম্মেলন!
কৌস্তুভ মজুমদার : ১৬ই এপ্রিল ২০২৫ দশম বছর পূর্তি উপলক্ষে নৈহাটি ব্র্যাটোজন কলকাতার প্রেস ক্লাবে নাট্য উৎসব উপলক্ষে ২৫শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত চারুকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উপস্থিত ছিলেন দেব শঙ্কর হালদার, দেবাশীষ রায় এবং পার্থ ভৌমিকের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা, রাজ চক্রবর্তী, নাটকের মঞ্চে ঝাঁকুনিদার উরানে বক্তা ছিলেন। এই থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন মিঃ পার্থ ভৌমিক, যা এক দশক ধরে গৌরবে এগিয়ে চলেছে। এর উদ্বোধন করবেন মন্ত্রী ব্রাত্য বসু এবং প্রধান অতিথি ইন্দ্রনীল সেন। সম্মানিত অতিথি হলেন রথিন ঘোষ এবং সুজিত বোস। এছাড়াও অনেক নাট্যকার উপস্থিত থাকবেন এবং সম্মানিত হবেন। স্থানীয় নাট্য সংস্থা ও শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের নাটক, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে পারে। এই উৎসবের মূল লক্ষ্য হলো স্থানীয় সংস্কৃতির প্রচার এবং নাটকপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা।