বঙ্গ শিবিরকে ৪২-এর টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী!
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার আরামবাগের পর আজ ২রা মার্চ শনিবার কৃষ্ণনগরে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনে যাতে মানুষ বিজেপিকেই সমর্থন করেন, সেই বার্তা দেওয়া হয় বঙ্গ শিবিরের তরফে। তবে নিছক সমর্থনের আবেদন নয়, একেবারে সংখ্যা উল্লেখ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন নরেন্দ্র মোদী। বঙ্গ শিবিরকে ৪২-এর টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।এদিন সন্দেশখালি থেকে দুর্নীতি-একাধিক ইস্যুতে সরব হন মোদী। এরপর বলেন, “এই লোকসভা নির্বাচন থেকেই শুরু করতে হবে। করবেন তো? বাংলার বিকাশ হবে। তবেই দেশের বিকাশ হবে। তাই এবার ৪২ -এর ৪২ সিটেই পদ্ম ফোটাতে হবে।” সেই সঙ্গে এনডিএ জোটের লক্ষ্যমাত্রাও এদিন বুঝিয়ে দেন তিনি।মোদী বলেন, ‘২৫ লক্ষ মনরেগা জব কার্ড তৈরি করা হয়েছে, যার জন্ম হয়নি তারও জব কার্ড বানানো হয়েছে। গরিব মানুষের টাকা তোলাবাজ লুটে নিয়েছে। সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে। রাজ্য সরকার কী কাজ করছে, তার উদাহরণ হল বাংলার প্রথম এইমস। মোদী গ্যারান্টি দিয়েছিলেন বাংলায় তৈরি হলে এইমস। বাংলায় মোদী বলেন, 'বুঝলেন মোদীর গ্যারান্টি হল পূরণ হওয়ার গ্যারান্টি।'
মোদী বলেন, "কিছুদিন আগেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কল্যাণীর এইমস উদ্বোধন করেছি। ১০০০ বেডের এই হাসপাতালে মানুষের অনেক সুবিধা হবে, আরও বেশি রোজগারের সুযোগ এনেছে। কিন্তু এতে পশ্চিমবঙ্গ সরকারের এইমস তৈরি হওয়া নিয়ে সমস্যা রয়েছে। রাজ্য় সরকার বলছে, অনুমতি নেওয়া হয়নি কেন? তৃণমূলের তোলাবাজদের, গুণ্ডাদের অনুমতি লাগে না। আর এত বড় হাসপাতাল নিয়ে অনুমতির প্রশ্ন তুলছেন মোদী। কমিশন না দিলে অনুমতি দেয় না তৃণমূল। আগে কমিশন, তারপর পারমিশন।"