রাজ্যে দ্বিতীয় দফায় প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- একই দিনে কোচবিহারে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের !
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে দ্বিতীয় দফায় প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার পর রবিবার মোদীর উত্তরবঙ্গের দুটি সভা রয়েছে বলে জানা গিয়েছে। রবিবার বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এবারের লোকসভা নির্বাচনে উত্তরের কেন্দ্রগুলিতে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। গতবারের ফলাফলে উত্তরের বেশিরভাগ ঝুলিতে ভরতে পেরেছিল পদ্ম শিবির। সেই সংখ্যা যাতে কোনওভাবেই না কমে, আপ্রাণ চেষ্টায় গেরুয়া শিবির। আগামী ৪ই এপ্রিল কোচবিহারে সভা রয়েছে দুজনেরই। লোকসভা নির্বাচনে এই প্রথম একই দিনে প্রচারে মোদী-মমতা। কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য প্রচারে আসছেন মোদী। আবার একই দিনে কোচবিহারে সভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কোচবিহার জেলায় রাসমেলা ময়দানে সভার আয়োজন করা হচ্ছে মোদীর। অন্যদিকে, মাথাভাঙার গুমানির হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আয়োজন করা হতে চলেছে। একদিকে, তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে থাকছেন মোদী।
প্রথম দফাতেই কোচবিহার জেলায় ভোট রয়েছে। পাশাপাশি ১৯ এপ্রিল ভোট রয়েছে উত্তরবঙ্গের আরও দুই জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। ফলত, তার আগে প্রচারে খামতি রাখতে চাইছে না বিজেপি। প্রচারে মূল বক্তা হিসেবে বিজেপির অন্যতম ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর পাশাপাশি প্রচারে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসতে পারেন বলেও জানা গিয়েছে।
সঙ্গত, নির্বাচনী প্রচারে এর আগেও রাজ্যে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত, নদিয়া জেলার কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে সভা করে যান মোদী। এবার দ্বিতীয় দফায় ফের রাজ্যে বিজেপির জনসমর্থনের পালে হাওয়া লাগাতে রাজ্যে তাঁর টানা প্রচার শুরু হচ্ছে। অন্যদিক, আজ রবিবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়া জেলার কৃষ্ণনগরে সভা করেন তিনি। এরপরেই উত্তরবঙ্গ সফরে যাবেন প্রচারের জন্য।