প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং মৃত্যুতে দেশজুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক!
নিজস্ব সংবাদাতা : প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃমনমোহন সিং। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই আজ বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান। আগামিকাল শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। কিন্তু, শুক্রবার শেষকৃত্য হচ্ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-জির। সূত্রে খবর, ২৮ ডিসেম্বর অর্থাৎ শনিবার রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর । দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বন্ধ রাখা হয় রাষ্ট্রীয়স্তরে সব উদযাপন। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃমনমোহন সিং-জির ছিলেন নির্বিবাদী। তাঁর মৃত্যুতে মুছে গিয়েছে রাজনৈতিক ভেদাভেদ। গোটা দেশের একবাক্যে স্বীকারোক্তি, ভারতের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন ডঃ মনমোহন সিং। তাঁর আত্মার শান্তি কামনায় গোটা দেশের রাজনৈতিক দলগুলি। প্রধানমন্ত্রী থেকে দেশের উপরাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সকলেই।মনমোহন সিং ২০০৪ এবং ২০১৪, পরপর দু'টি মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯১ সালে ভারতে উদারীকরণের সূচনা করেছিলেন। যা ভারতীয় অর্থনীতিতে তাঁর সবচেয়ে বড় অবদান বলে মনে করা হয়।