পশ্চিমমেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনা আহত বাইক আরোহী!

নিজস্ব সংবাদদাতা : দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুর বাজার এলাকায়। দুর্ঘটনার কবলে পড়লেন এক মোটর বাইক আরোহী। জানা গেছে খড়্গপুরের দিক থেকে নারায়ণগড়ের দিকে আসার পথে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা পুলিশ ব্যারিকেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মোটর বাইক আরোহী। পুলিশ জানিয়েছে আহত ব্যাক্তির নাম শামিম খান বাড়ি নারায়ণগড় থানার কসবা এলাকায়। গুরুত্বর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয় পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে মোটরবাইক নিয়ে নারায়ণগড়ের দিকে আসার সময় নিয়ন্ত্রণ না সামলাতে পেরে জাতীয় সড়কের ওপরে থাকা ব্যারিকেটে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মোটর বাইক আরোহী। দুর্ঘটনার পরে দুর্ঘটনা গ্রস্থ মোটরবাইকটিকে উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ।