একদিনের জাতীয় স্তরের রপ্তানি প্রচার ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেমিনার কর্মসূচি!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে একদিনের জাতীয় স্তরের রপ্তানি প্রচার ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। ভারতীয় ব্যুরো এবং কনফেডারেশন অফ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায়, দুর্গাপুর শাখার MSME DFO–এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের (MSME) রপ্তানিমুখী ব্যবসায় সক্ষম করে তোলা। আলোচনায় উঠে আসে বাজারে প্রবেশাধিকার, নীতি সংক্রান্ত সাম্প্রতিক আপডেট, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করার কৌশল এবং টেকসই ব্যবসা বৃদ্ধির বিভিন্ন দিক। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ডিজিটাল সরঞ্জাম ও ই-কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার, আধুনিক প্রযুক্তি গ্রহণ, ব্র্যান্ডিং ও প্যাকেজিং, লজিস্টিকস ব্যবস্থাপনা এবং সরকারের নতুন রপ্তানি প্রচারমূলক প্রকল্পগুলিকে কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে।
সেমিনারে আরও আলোচনা হয় বাজার বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, নিয়মনীতি অনুসরণ (কমপ্লায়েন্স) এবং বিশ্ব বাণিজ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই বৃদ্ধির লক্ষ্যে প্রক্রিয়া সরলীকরণের ওপর। পাশাপাশি সরকারি ই-মার্কেটপ্লেস (GeM)-এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে পণ্য সরবরাহের সুযোগ ও সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোকপাত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MSME DFO অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (IEDS) তাপস রায়, IITF-এর রক্তিম মিত্র, CAPEXIL-এর প্রিয়াঙ্কা তরফদার, GeM-এর অভিষেক নায়েক, DCCI-এর সেক্রেটারি চন্দন রায়, জাতীয় SC-ST হাবের ম্যানেজার বিজয় রুদ্র পাল, BIS-এর ডিরেক্টর সব্যসাচী ধর এবং কর্মধাক্ষ চন্দন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, BIS-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্ব) মীনাক্ষী ঘনশ্যাম এবং MSME DFO-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশীষ বর্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন পোস্ট অফিসের পক্ষ থেকে রাজেন্দ্রনাথ গিরি, এসবিআই ব্যাঙ্কের আশুতোষ মহাপাত্র, সুদীপ পাল ও রামমোহন ব্যানার্জি।সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন এডি বর্মন। এই সেমিনারের মাধ্যমে জেলার MSME উদ্যোক্তারা রপ্তানি ও ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বাস্তবভিত্তিক দিশা ও গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন বলে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।