নেইমারের বান্ধবীর বাড়িতে ডাকাতি!

নিজস্ব প্রতিবেদন : এক মাস আগেই কন্যা সন্তানের বাবা হন নেইমার। সেই সদ্যজাতকে অপহরণের চেষ্টা। অস্ত্র নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ব্রুনার মা-বাবাকে কোনও আঘাত করেনি দুষ্কৃতীরা।জানা গিয়েছে, সেই তিন দুষ্কৃতীর মধ্যে একজন সেখানকারই বাসিন্দা। যেই গাড়িটি করে তারা ব্রুনার বাড়িতে আসেন তারা, সেটি সেই অঞ্চলের এক বাসিন্দার। তারপরই সেই গাড়ির মালিককে আটক করে ডেকে পাঠানো হয় থানায়। জিজ্ঞাসাবাদের পর গাড়ির মালিক জানান, সেই গাড়িটি তিনি তাঁর পুত্রকে দিয়েছেন। এরপরই সেই প্রতিবেশীর পুত্রকে জিজ্ঞাসাবাদ করা হলে, সেই তরুণ স্বীকার করে নেন, তিনি ডাকাতি করার চেষ্টা করেছেন। সাও পাওলোতে নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে হামলা চালায় ৩ সশস্ত্র দুষ্কৃতী। ঘটনাচক্রে যেহেতু হামলার সময় বাড়িতে ছিলেন না নেইমারের মডেল ও ইনফ্লুয়েন্সার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এবং তাঁদের সদ্যোজাত মেয়ে মাভি। নেইমারের বান্ধবী ও মেয়েকে না পেয়ে দুষ্কৃতীরা ব্রুনার বাড়িতে লুটপাট করে। সেই সময়ই দুষ্কৃতীরা ব্রুনার মা-বাবাকে বেঁধে দেয়। অবশ্য তাঁদের কোনও আঘাত করেনি দুষ্কৃতীরা।এক সন্দেহভাজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সেই দুষ্কৃতীই দলের বাকিদের বাড়িতে ঢোকার রাস্তা করে দিয়েছিল। বাকি দুই দুষ্কৃতী পলাতক। ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী বা সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই ব্য়াপারে সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য় করেননি। ব্রুনার বাড়িতে টাকা পয়সা ছাড়াও লাক্সারি হ্যান্ড ব্য়াগ ও প্রচুর গয়নাগাটি ছিল।সাও পাওলোর নিরাপত্তা দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় প্রতিবেশীদের বেশ অনেকক্ষণ ধরেই টের পাচ্ছিলেন যে ওই বাড়ির মধ্যে কিছু না কিছু একটা ঘটছে। কিছুক্ষণ পর তাঁরাই স্থানীয় পুলিশে খবর দেন। যদিও পুলিশ আসার আগেই ডাকাতের ওই দল পালিয়ে যায়। এই ঘটনায় ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছেন।