শুভজিৎ ফিল্মস এর প্রযোজনায় নতুন বাংলা Short Film "মনের আঘাত ২"

নিজস্ব সংবাদদাতা : আজ ১৪ই ফেব্রুয়ারী ( ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পূজো) বাঙালির মনে প্রাণে স্মৃতিময় এক স্মরণীয় দিন । ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পূজোর উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গিয়েছে নবপ্রজন্মের প্রেমিক যুগলদের। । আর সেই ফাঁকেই ঘোষিত হয়ে গেলো শুভজিৎ ফিল্মস এর প্রযোজনায় নতুন বাংলা Short Film "মনের আঘাত ২" এর অফিসিয়াল পোস্টার । Short Film টি পরিচালনা করেছেন শুভজিৎ শীল (আগুন) । প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবপ্রিয় মন্ডল ও নিশা পাল , এবং আবারও একটি নেগেটিভ চরিত্রে দেখা যাবে অভিনেতা শ্রী উত্তম মহাশয় কে । এছাড়াও দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভজিৎ শীল ও রুমি মন্ডল । Short Film টি খুব শীঘ্রই শুভজিৎ ফিল্মস এর ইউটিউব চ্যানেল এ মুক্তি পাবে । পরিচালক শুভজিৎ শীল (আগুন) জানিয়েছেন যে দু বছর আগের বানানো "মনের আঘাত" গল্পটির সিক্যুয়েল ভেবেই একটি ভিন্ন ধরনের গল্প দিয়ে বানানো এই "মনের আঘাত ২" । আশা করছি ভালোবাসার এই মরশুমে দর্শকদের কাছে একটা আলাদা মাত্রার কাজ উপহার দিতে । তবে এই গল্পটি শুটিং করার আমাদের কোনো প্ল্যান ছিলো না আমরা খুবই ব্যাস্ত ছিলাম "মনোহর" নিয়ে । আমরা খুবই দুঃখীত যে ১৪ ই ফেব্রুয়ারী আমরা মনোহর short Film টি রিলিস করতে পারছি না তাই দর্শকদের মনে দুঃখ না দিতেই এই কাজটির ঘোষণা করা । এবার সবটা দর্শকদের হাতে।