নতুন GST হার কার্যকর: সোমবার থেকে সস্তা বহু পণ্য, কিছু পণ্যের দামে ঊর্ধ্বগতি....
নিজস্ব সংবাদদাতা : উৎসবের মরসুমে সাধারণ মানুষ পেল বড়সড় স্বস্তির খবর! কেন্দ্রীয় সরকার জিএসটি হার সংশোধন করায় (এত দিন প্রচলিত ১২ এবং ২৮ শতাংশের স্তর দু’টি বাতিল করে) ২৩ সেপ্টেম্বর সোমবার থেকে অনেক নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের সমস্ত পণ্যের উপর (৫ শতাংশ বা ১৮ শতাংশ জিএসটি) কমতে চলেছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সৌন্দর্যচর্চার সরঞ্জামে মিলছে জিএসটি ছাড়, যার সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের হেঁশেল ও দৈনন্দিন খরচে। উল্লেখ্য,গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে তা প্রযুক্ত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, এই জিএসটি সংস্কার জনসাধারণের ওপর থেকে চাপ কমাবে, এবং বাজারে চাহিদা বাড়াবে।
কোন কোন পণ্যের দাম কমছে?
দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর ৫ শতাংশ জিএসটি ছিল। তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যে আর কোনও কর দিতে হবে না।
কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, পশুচর্বি, সসেজ, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডল্স, স্প্যাগেটি, চিজ় এবং দুগ্ধজাত যাবতীয় পণ্য, জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর ১২ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে ৫ শতাংশ।
কমে ৫ শতাংশ জিএসটি হয়েছে বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম-সহ অন্যান্য ফলেরও।
১৮ শতাংশ থেকে ৫ শতাংশ হয়েছে চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিন, মধু, মিছরির।
বিড়ির পাতার উপর ২৮ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে ১৮ শতাংশ।
একাধিক জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে ৫ শতাংশ জিএসটি-র আওতায় নিয়ে আসা হয়েছে।
টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর জিএসটি ২৮ থেকে হচ্ছে ১৮ শতাংশ।
পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং, খাতা, মানচিত্র, চার্ট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের উপর থেকে যাবতীয় জিএসটি প্রত্যাহার করা হয়েছে। এগুলির উপর আর কোনও কর প্রযোজ্য হবে না। এমনকি জীবনবিমা ও যে কোনও ধরনের স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করা হয়েছে।
৫ শতাংশ জিএসটি প্রযোজ্য জামাকাপড়,জুতো, টুথপেস্ট, ব্রাশ, ট্যালকম পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের উপর।
তবে কিছু জিনিসের দাম বাড়ছে!
৪০ শতাংশ উপর জিএসটি বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের।
২৮ থেকে ৪০ শতাংশ জিএসটি করা হচ্ছে সিগারেট, চুরুট ,পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, তামাকজাত যাবতীয় পণ্যের।
কয়লার উপর ৫ থেকে ১৮ শতাংশ করা হচ্ছে জিএসটি।