পুজোর সময়ে নারী নিরাপত্তায় জোর দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন!
নিজস্ব সংবাদাতা: পুজোর সময় মহিলাদের প্রতি যে কোনও ধরনের অশালীন মন্তব্য বা ব্যবহার রুখতে তৎপর হচ্ছে পুলিশ। সেই লক্ষ্যেই মেদিনীপুরে ই-উইনার্স ও পিঙ্ক মোবাইল টিমের সূচনা করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। মহিলাদের উপর ঘটে চলা ইভটিজিং বা হেনস্থার মতো ঘটনা রুখতে শহর জুড়ে টহল দেবে জেলা পুলিশের পিঙ্ক মোবাইল টিম।রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের পূজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন জেলা পুলিশ লাইনে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, জেলাশাসক খুরশিদ আলী কাদরী, মহকুমাশাসক মধুমিতা মুখার্জী, জেলা সভাপতি সুজয় হাজরা,জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য সঙ্কর সারঙ্গি,বিধায়ক দীনেন রায়,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পৌরসভার পৌর পিতা সৌমেন খান সহ জেলা পুলিশের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল মহিলা পুলিশকর্মীদের দ্বারা পরিচালিত পিঙ্ক মোবাইল এবং ই-সাইকেল গ্রিন উইনার্স টিম। এই দিন তার উদ্বোধন করেন পুলিশ সুপার।