পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে নতুন মহকুমাশাসক হচ্ছেন (আইএএস)সুরভি সিংলা!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে নতুন মহকুমাশাসক হচ্ছেন সুরভি সিংলা (আইএএস)। খড়্গপুরে বর্তমান মহকুমাশাসক যোগেশ অশোকরাও পাতিল পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসক পদে বদলি হলেন।এছাড়াও বদলি হলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া (আইএএস ) ও এ.ডি.এম. (এল.আর.) সুমন সৌরভ মোহান্তি( আইএএস)।