মেদিনীপুর শহরে স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন নজরদারি!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন নজরদারি ব্যবস্থা।মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু হলো এক অভিনব উদ্যোগ। এবার থেকে স্কুলে ঢোকা কিংবা স্কুল ছুটির পরে বেরোনো—সব তথ্য সরাসরি পৌঁছে যাবে পড়ুয়াদের অভিভাবকের মোবাইলে।
অভিভাবকদের অভিযোগ ছিল, স্কুল ছুটির পরে অনেক মাঝপথে উধাও হয়ে যাচ্ছিল, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে দেরিতে বাড়ি ফিরছিল, আবার নানা ‘অজুহাত’ও জানাচ্ছে । শুধু তাই নয়, নজরদারির অভাবে অনেক সময়ে অসাধু চক্রের ফাঁদে জড়িয়ে পড়ার ঘটনাও উঠে আসছে। এই সমস্যার সমাধান করতেই বিশেষ মেদিনীপুরে এই প্রথম উদ্যোগ নিলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার থেকে প্রতিটি ছাত্রীকে দেওয়া হচ্ছে বিশেষ আর এফ আই ডি (Radio Frequency Identification) কার্ড, যাতে যুক্ত রয়েছে সেন্সর ও কিউআর কোড। স্কুলের মূল ফটকে বসানো হয়েছে অত্যাধুনিক ডিভাইস।
ছাত্রী কার্ড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে অভিভাবকের ফোনে পৌঁছে যাবে বার্তা। কখন স্কুলে ঢুকছে আর কখন বেরোচ্ছে—সব তথ্যই এস এম এস কিংবা স্মার্টফোন অ্যাপে চলে যাবে অভিভাবকের কাছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথমে একাদশ শ্রেণিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।দ্রুতই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে এই আই-কার্ড দেওয়া হবে। কোনও কারণে সেন্সর কাজ না করলে, কিউআর কোড স্ক্যান করেই অ্যাপের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।এখনও পর্যন্ত শুধু স্কুল চত্বরে সিসিটিভি থাকলেও, স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীদের কী হচ্ছে, তা জানা সম্ভব ছিল না। নতুন এই পদক্ষেপে অভিভাবকরা এখন রিয়েল-টাইমে নজর রাখতে পারবেন তাদের সন্তানের উপর।অভিভাবকদের দাবি, এই প্রযুক্তি চালু হওয়ায় পড়ুয়াদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনই অজুহাত দিয়ে আড্ডা বা অন্যত্র চলে যাওয়ার প্রবণতাও বন্ধ হবে। উদ্যোগটিকে তাই সাধুবাদ জানিয়েছে শহরবাসী।