খড়গপুর মহকুমার ইন্ডাস্ট্রিয়াল পার্কে নবনির্মিত স্টেডিয়ামে প্রারম্ভিক খেলা!

অরিন্দম চক্রবর্তী :  ১৬ ই আগস্ট খড়গপুর মহকুমার ইন্ডাস্ট্রিয়াল পার্কে নবনির্মিত স্টেডিয়ামে প্রারম্ভিক খেলা শুরু হলো । করোনা কালে কাজ বন্ধ থাকলেও মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও উদ্যোগী হয়ে এদিন সংস্কার ,পরিমার্জন ও পরিবর্তন করে চারটি দলের ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত করলেন। ক্রিকেট খেলা গুলি অভিযাত্রী ক্লাব, এসডিও ইলেভেন, এস ডি পি ও ইলেভেন এবং আরামবাটি ইলেভেনের মাধ্যমে সম্পন্ন হয়। ফুটবল দলে ছিল আইআইটি ইলেভেন ও এসডিও ইলেভেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও। মাঠে উপস্থিত ছিলেন আইআইটির পিটিআই অর্ধেন্দু ঘোষ, মহকুমা পুলিশ আধিকারিক ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার দায়িত্বে ছিলেন অমিতেশ কুণ্ডু।