পশ্চিম মেদিনীপুর জেলার বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর বাস ও ইঞ্জিন ট্রলির মারাত্মক দুর্ঘটনা!

নিজস্ব সংবাদদাতা : দুর্ঘটনাটি ঘটেছে ২১শে নভেম্বর,শুক্রবার,সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা এলাকায়। জানা গিয়েছে মেদিনীপুরের দিক থেকে যাত্রী নিয়ে মানবাজার দীঘা রুটের একটি বেসরকারি সুপারফাস্ট বাস বেলদার দিকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে আসা একটি ইঞ্জিন ট্রলির পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাসের মধ্যে থাকা যাত্রীরা। অল্প বিস্তর আহত হয়েছেন ইঞ্জিন ট্রলির চালক।বাসের মধ্যে থাকা যাত্রীরা জানান বাসটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইঞ্জিন ট্রলিতে গিয়ে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আহত ইঞ্জিন ট্রলির চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। একই সাথে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের ওপর। তবে দ্রুত গতি না ব্রেক ফেলের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।