পশ্চিম-মেদিনীপুরের প্রথমবার খড়গপুর সিটি নাইট ম্যারাথন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : খড়্গপুর যুব ক্রীড়াবিদ একাডেমী তালবাগিচা সবসময় সমাজের জন্য কাজ করে। ৩০ শে জুন রবিবার যুব ক্রীড়াবিদ একাডেমী তালবাগিচা ম্যারাথন পক্ষ থেকে সিটি নাইট ম্যারাথন আয়োজন করা হয়। খড়গপুরের ঝাপেটপুর রাস উৎসব মাঠ থেকে সিটি নাইট ম্যারাথন শুরু হয়। বিভিন্ন বয়সের ৪১০ জন মহিলা-পুরুষ যোগ দিয়েছিলেন। এখানে জড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্যের ইতিহাস। শিক্ষা ও সংস্কৃতি চর্চার কয়েকশো বছরের ঐতিহ্য বহন করে চলেছেন এখানকার মানুষ।সম্মানিত প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর শহরের প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি। শহরটিকে ‘বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মগুলির একটি' নামে চেনেন রাজ্যের মানুষ। যারা যারা প্রথম হয়ে পুরস্কৃত হয়েছে তাদের মধ্যে ৮ বছর ছেলেদের গ্রুপে কিষান মান্দি ও ৮ বছর মেয়েদের গ্রুপে নয়না সিং, ১৫ বছর ছেলেদের গ্রুপে পঞ্চানন বেরা , ৪৫ বছর ছেলেদের গ্রুপে আনন্দ মান্দি ও ৪৫ বছর মেয়েদের গ্রুপে সম্পা গেইন এবং ৫৫ বছর ছেলেদের গ্রুপে অনিল মাহাতা।