দেশের মন্দির-মসজিদ-গির্জা নিয়ে নতুন করে কোনও মামলা করা যাবে না,জানাল সুপ্রিম কোর্ট!
নিজস্ব সংবাদাতা : দেশের মন্দির-মসজিদ-গির্জা নিয়ে নতুন করে কোনও মামলাও করা যাবে না। ব্যাপারটি নিয়ে স্থগিতাদেশ জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে তা আপাতত স্থগিত থাকবে। এমনকি উপাসনাস্থল মামলায় কোনও নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে হাই কোর্টকে। সাথে সাথে এই সংক্রান্ত নতুন কোনও মামলা শুনবে না নিম্ন আদালতগুলিও। এই স্থগিতাদেশ জারি থাকবে যত দিন-না সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি হয়। উল্লেখ্য, ১৯৯১ সালের উপাসনাস্থল আইন অনুযায়ী, কোনও মন্দির-মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। ১৯৪৭-এ স্বাধীনতার সময় যেখানে যা ছিল তেমনটাই রাখতে হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই আইনে বদল চেয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল ২০২১ সালের ১২ মার্চ উপাসনাস্থল আইনের বিরুদ্ধে হওয়া মামলার শুনানিতে। কেন্দ্র নিজেদের বক্তব্য জানানোর জন্য আদালতের কাছে সময় চায়। কিন্তু এখনও কেন্দ্র নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।