বাল্যবিবাহ প্রতিরোধে অভিনব কর্মসূচি বুড়িশোলে!

নিজস্ব প্রতিবেদন : শালবনী ব্লকের আদিবাসী ও ভূমিজ অধ্যুষিত বুড়িশোল গ্রামের অন্যতম এক সমস্যা হল বাল্যবিবাহ বা নাবালিকার বিবাহ। প্রান্তিক ও পিছিয়ে পড়া এই গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতেই বৃহস্পতিবার নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ তথা নবজাগরণের অগ্রদূত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবসে সোসাইটি ফর পিপল আওয়ার্নেস সংগঠনের উদ্যোগে এবং লোক চেতনা মঞ্চের মাধ্যমে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল। সচেতনতামূলক বার্তা প্রদান, শপথ গ্রহণ এবং বালিকাদের কবাডি খেলা আয়োজনের মধ্য দিয়ে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও গ্রামের আট থেকে আশি সকলেই এই কর্মসূচিতে সামিল হন। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, স্থানীয় শিক্ষিকা ও সমাজকর্মী অপরূপা ঘোষ, সমাজসেবী নবীন কুমার ঘোষ, মহঃ ইজাজ সহ সংস্থার কর্মকর্তাগণ।