স্বঘোষিত চিকিৎসকের অস্ত্রোপচারে ৬৬ বছরের বৃদ্ধ চিরদিনের জন্য অন্ধ, হাসপাতালে তালা!
নিজস্ব সংবাদদাতা: কেশিয়াড়ির বৈরামপুর এলাকার ৬৬ বছর বয়সী সুধীর কোটাল চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছেন স্বঘোষিত চিকিৎসক দিলীপকুমার দাসের ভুল চোখের অস্ত্রোপচারের কারণে। পরিবারের অভিযোগ, দিলীপ নিজেকে ‘চিকিৎসক’ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করছিলেন, অথচ তিনি কোনো প্রশিক্ষিত চক্ষু বিশেষজ্ঞ নন। সম্প্রতি সুধীর কোটালের চোখে অস্ত্রোপচার করায় তার দৃষ্টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর জেলা স্বাস্থ্য দফতর দ্রুত ব্যবস্থা নেয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে কুকাই চক্ষু হাসপাতাল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। দফতর এক সপ্তাহের মধ্যে হাসপাতালের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের লিখিত ব্যাখ্যা চেয়েছে। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করছেন, রোগীদের জীবন বিপন্ন করার মতো এমন স্বঘোষিত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এ ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই দাবি করছেন, হাসপাতাল ও চিকিৎসকের প্রতি কঠোর ব্যবস্থা না নেওয়া হলে রোগীদের জীবনের সঙ্গে বড় ধরনের ঝুঁকি হতে পারে।