অলিম্পিকে হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত
নিজস্ব প্রতিবেদন: অলিম্পিকের ইতিহাসে ৫২ বছর পর ভারত হারাল অস্ট্রেলিয়াকে। জোড়া গোল করলেন হরমনপ্রীত। একটি অভিষেকের। অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান টমাস ক্রেগ ও ব্ল্যাক গোভার্স। এর আগে ১৯৭২ সালে অলিম্পিকে শেষবার ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ এ-র ম্যাচে ভারতীয় হকি দল ৩-২ গোলে জিতে পদকের আশা বাঁচিয়ে রাখল।এই জয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পুল বি–তে ভারত থাকল দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়। আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর বেলজিয়ামের কাছে হার। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফের অলিম্পিক হকিতে জয়ের সরণীতে ভারত। এবার সামনে নকআউট পর্ব। ভারতের হয়ে ম্যাচে প্রথম গোল অভিষেক সিং। পরের দুটি গোল হরমনপ্রীত সিংয়ের। এই জয়ের সুবাদে ভারতীয় দল সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। গতবার হকিতে পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। এবার ভারতীয় দল যে ছন্দে রয়েছে, তাতে এবার পদকের রং বদলাতে পারে।