খড়্গপুরের আইআইটি থেকে এম.টেক ইসরোর নতুন প্রধান ভি নারায়ণ, দায়িত্ব নেবেন ১৪ জানুয়ারি!

নিজস্ব সংবাদদাতা :  কেন্দ্রের তরফে মঙ্গলবার ৭-ই জানুয়ারী ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণের নিয়োগের ঘোষণা করা হয়। ইসরোর চেয়ারম্যান পদের পাশাপাশি তিনি ডিপার্টমেন্ট অব স্পেসের সেক্রেটারি হিসাবেও দায়িত্ব পালন করবেন।তামিলনাড়ুতে জন্ম ও বেড়ে ওঠা ভি নারায়ণ খড়্গপুরের আইআইটি থেকে ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিং-এ এম.টেক করেছেন এবং অ্যারোস্পেসে পিএইচডি অর্জন করেছেন। এম.টেক-এ প্রথম স্থান অর্জনের জন্য রুপোর পদক পান তিনি। দায়িত্ব গ্রহণের আগে ভি নারায়ণ বলেন, “ভারতের মহাকাশ গবেষণার জন্য আমাদের কাছে সুস্পষ্ট রোডম্যাপ রয়েছে। দক্ষ ও প্রতিভাবান কর্মীদের সঙ্গে এই সংস্থাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশা করছি।”রকেট এবং মহাকাশযান চালনায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী নারায়ণের।  লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান হিসাবে এতদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৪ সালে ভি নারায়ণ ইসরোতে যোগদান করেছিলেন। লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদ সামলানোর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি থেকেছেন। তামিলনাড়ুতে বেড়ে ওঠা ইসরোর নয়া প্রধানের। এরপর তিনি খড়গপুর আইআইটি থেকে এম.টেক করেন ক্রাইজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে। পিএইচডি করেন অ্যারোস্পেসে। এম.টেকে প্রথম হওয়ার জন্য রুপোর পদকও পেয়েছিলেন তিনি।

তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সাউন্ডিং রকেট এবং অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর প্রোপালশন নিয়ে কাজ করেছেন। অ্যাবলেটিভ নজল সিস্টেম, কমপোজিট মোটর কেস এবং কমপোজিট ইগনাইটার কেসগুলির প্রক্রিয়া পরিকল্পনা, প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।