রবীন্দ্রজয়ন্তীতে কাঁকসার জঙ্গলমহলে তীর ধনুক হাতে ভারতীয় সেনার পাশে থাকার শপথ আদিবাসীদের!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার জঙ্গলমহল এলাকা। ৯ই মে শুক্রবার রবীন্দ্রজয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। কিন্তু কাঁকসার জঙ্গলমহলে রবীন্দ্রজয়ন্তী উদযাপন হল একটু অন্যভাবে। জঙ্গলমহলের মাঝে চুয়া আদিবাসী পাড়ায় যুবকরা জাতীয় পতাকা নিয়ে বিশ্বকবির পথিকৃতিতে মাল্যদান করেন। তারপরেই তারা ভারতীয় সেনা জিন্দাবাদ স্লোগান দেন। জাতীয় সংগীত গাওয়া হয়। এলাকার আদিবাসী যুবকরা বলেন, বর্বরোচিত পাকিস্তানের কর্মকাণ্ডের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ভারত মায়ের অনেক বীর সন্তানকেও প্রাণ বলিদান দিতে হচ্ছে। একই সঙ্গে, তাদের যদি কখনও প্রয়োজন হয়, তো শেষ রক্তবিন্দু পর্যন্ত ভারতীয় সেনার পাশে থাকতে প্রস্তুত বলেও জানালেন আদিবাসী যুবকরা। এক যুবক বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি লেখায় দেশপ্রেম মনকে জাগ্রত করে । আমরা তাই আজ বিশ্বকবির জন্মজয়ন্তী একটু অন্যভাবে পালন করলাম । আমরা গুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান করার পর শপথ নিলাম ভারত মায়ের পাশে থাকার । আমাদের পাশেই রয়েছে পানাগড় বায়ুসেনার ঘাঁটি। তাদেরও যদি কখনও আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছিলেন দেশপ্রেম। তাই তার জন্মদিনে তার স্মৃতিতে মাল্যদান করে দেশের সেনাবাহিনীর পাশে থাকা শপথ নিলেন আদিবাসী যুবকরা।