Operation Singoor : ৭ মে ভোররাত ১টা ৪৫ মিনিট নাগাদ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে জঙ্গিদের ৯টি গোপন আস্তানায় হামলা চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী!

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানে ঢুকে হামলা চালিয়ে অন্তত ৮০ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে নিখুঁত লক্ষ্যে এই প্রত্যাঘাত চালায় ভারত। লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার এবং কুখ্যাত জঙ্গিনেতা মাসুদ আজহারের মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। জানা গেছে ৯ টি নিশানায় আঘাত করে ভারত। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। জইশ ই মহম্মদের শক্তঘাঁটি বলে চিহ্নিত এই শহর। তাই ভারতীয় বিমানবাহিনী এই শহরকে কেন্দ্র করেই হামলা চালায়। সূত্রের খবর এই শহরের ‘জামিয়া মসজিদ শুভান আল্লাহ্‌’ ক্যাম্পাসে জইশের সদর দপ্তর ছিল। ১৮ একরের এই কম্পাসেই চলত জঙ্গিদের প্রশিক্ষণের কাজ। জইশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজ়হার বহওয়ালপুরের বাসিন্দা, এই ক্যাম্পাসেই থাকেন। এই ক্যাম্পাস গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাডড়াও ভারতের তরফে মুরিদকে, কোটলি, বাহওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।