বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মেদিনীপুরে মোমবাতি মিছিলে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবার ২রা মে মেদিনীপুরে মোমবাতি মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গত ২০২১ সালে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতীক সংঘর্ষে মৃত্যু হয় ৫৭ জন বিজেপি কর্মীর, শুক্রবার রাত ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সেইসব প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এদিন জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মৌন মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে যান শুভেন্দু অধিকারী। তিনি পরিস্কার জানান, আমার ঘোষিত অবস্থান মমতা হাটাও হিন্দু বাঁচাও। আর কোন প্রশ্ন উত্তর বা কোন ভাষন নেই। বিজেপি এক এবং ঐক্যবদ্ধ। যারা এটা নিয়ে আনন্দ করছেন, তাদের উদ্দেশ্যে বলি, আমরা তো উড়িষ্যার বর্ডারে থাকি, জয় জগন্নাথ বলে বলবো, মিছা কউ, মন কে পাউ।