মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুরের গান্ধীবাদী আন্দোলন নিয়ে মৌলিক গবেষণা, পিএইচডি অর্জন করলেন তুহিন কান্তি দাস!

নিজস্ব সংবাদদাতা : অতি সম্প্রীতি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পশ্চিম মেদিনীপুর জেলার গান্ধীবাদী সংগঠনসমূহের গ্রাম পুনর্গঠনে ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক গবেষণা পত্র জমা পড়েছে। গবেষক শ্রী তুহিন কান্তি দাসের রচিত এই গবেষণাপত্রের মাধ্যমে তিনি সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এই গবেষণার মূল বিষয়বস্তু ছিল মহাত্মা গান্ধীর গঠনমূলক কর্মসূচি এবং তার আলোকে পশ্চিম মেদিনীপুর জেলার গান্ধীবাদী সংগঠনগুলির গ্রাম পুনর্গঠনে পালন করা ভূমিকার একটি বিস্তৃত ও সমালোচনামূলক পর্যালোচনা। গবেষক অত্যন্ত নিষ্ঠা ও তথ্যনিষ্ঠতার সঙ্গে ১৯৫০ সাল থেকে এই জেলার ছয়টি গুরুত্বপূর্ণ গান্ধীবাদী সংগঠনের বহুমুখী কার্যকলাপ বিশ্লেষণ করেছেন।

গ্রামীণ স্বনির্ভরতা, খাদি ও কুটির শিল্পের প্রসার, শিক্ষা, স্বচ্ছতা অভিযান, সামাজিক সংস্কার, অহিংস আন্দোলন এবং সর্বোপরি গ্রামভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে এই সংগঠনগুলির অবদান গবেষণায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। গবেষণাপত্রটি গান্ধীবাদী চিন্তাধারার বাস্তব প্রয়োগ এবং স্বাধীনতা-উত্তর বাংলার গ্রামীণ সমাজ গঠনে তার প্রভাব বোঝার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।শিক্ষাবিদ ও গবেষক মহলে এই গবেষণার প্রশংসা ইতিমধ্যেই শুরু হয়েছে। তুহিন কান্তি দাসের এই সাফল্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সহ পশ্চিম মেদিনীপুর জেলার বুদ্ধিজীবী মহলেও আনন্দ এবং গর্বের আবহ সৃষ্টি হয়েছে।