চারিদিকে শুধু জল আর জল,ঘাটালের বানভাসি মানুষের পাশে !

নিজস্ব প্রতিবেদন : পুজোর মুখে বন্যা ঘাটালে। দিকে দিকে অথৈ জল। চলতি মরশুমে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। মানুষের চলাচলের প্রধান মাধ্যম নৌকা। মঙ্গলবার ঘাটাল পৌরসভা অন্তর্গত ২ নং আরগোড়া ওয়ার্ডে মেদিনীপুর যুব তৃণমূল কংগ্রেসের আবির আগারওয়াল ও রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ নেতৃত্ব চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, চিনি, চা পাতা, বিস্কুট,মেয়েদের প্যাড , ওরস ইত্যাদি একটি প্যাকেটে ভরে দুর্গতদের হাতে দেন তিনি। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, অসিত পাল, উদয়সংকর সিংহ,শেখ ইমরান,সৌমেন ঘোষ,পার্থ রায়,তাপস ঘোষ প্রমুখ। একজন একজন করে দেওয়ার সময়ে এগিয়ে আসছে অজস্র হাত। আবির আগারওয়াল ও সন্দীপ সিংহ বলেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দেই না কেন, যারা জলের তলায় রয়েছে তারাই বোঝে কষ্ট টা কি। প্রকৃতির ওপর তো কারো হাত নেই, এখন আমাদেরকে কিভাবে মানুষকে সাহায্য করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। কেউ কাউকে দোষারোপ করে সময় নষ্ট না করে মানুষের পাশে দাঁড়ানো দরকার। ঘাটাল পুরসভার ১৩ টি ওয়ার্ড এখনো প্লাবিত। ঘাটাল ব্লকের- প্রাইমারি স্কুল মোট ২৩০টি। তার মধ্যে জলের তলায় ১৫১। প্রায় ২১টি হাইস্কুল জলে ডুবে আছে। ২১৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এখনও জলের তলায়। জলের ডুবে গিয়েছে জেলার প্রায় ১৪টি স্বাস্থ্যকেন্দ্র। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বন্যা কবলিত এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে এলাকায় এলাকায় চলছে স্বাস্থ্য শিবির। আর কতদিন পর জল নামবে বিদ্যালয় গুলি থেকে, কবে বাড়ি ফিরবেন,কবে স্কুল খুলবে তা নিয়ে চিন্তিত অসহায় মানুষ।