মঙ্গলবার সন্ধ্যায ঘাটাল ক্ষীরপাই সংঘর্ষ,মৃত্যু হয়েছে চার জনের!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বুড়িরপুকর এলাকায় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। আশঙ্কাজনক ১ মোটর বাইক আরোহী। ২০শে মে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক। সেখানে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির বুড়ির পুকুর এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত মৃতদের কোনও নাম পরিচয় জানা যায়নি। তবে মৃত দু’জনের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর বলে জানা যাচ্ছে । স্থানীয় সূত্রে খবর, ঘাটাল থেকে ক্ষীরপাইগামী ও ক্ষীরপাই থেকে ঘাটালগামী দুটি মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় বুড়ির পুকুর এলাকার। দুটি মোটর বাইকে ছিলেন পাঁচজন। ঘটনায় চারজনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ও স্থানীয় মানুষের তৎপরতায় চিকিৎসার জন্য পাঠানো হয় ক্ষীরপাই হাসপাতালে। এরপর স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঘাটাল হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর,সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল। এর আগেও ঘাটাল থেকে ক্ষীরপাইগামী রাজ্য সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে।